অনলাইন ডেস্কঃ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর থেকে পাওয়া হুমকির কারণে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম নিরাপত্তা জোরদারের বিষয়টি জানিয়ে বলেন, গতকাল রাতে (বৃহস্পতিবার রাত) একটা বার্তা পাওয়া গেছে। আইএস নতুন বছর বরণ বা বর্ষপূর্তির আয়োজনকে বিধর্মীদের অনুষ্ঠান মনে করে। মুসলমানদের যে কোনো এ ধরনের অনুষ্ঠান হলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা।
তিনি আরো বলেন, আমি মনে করি না বাংলাদেশের জন্য এটা হুমকি। এটা কোনো গুরুত্ব বহন করে না। কারণ এখানে আইএসের অস্তিত্ব নেই। এরপরও অত্যুৎসাহী দু-একজন যদি হামলা করে সেই আশঙ্কা থেকে নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে।