অনলাইন ডেস্কঃ ২০২২ সালে সারাবিশ্বে মহামারি করোনাভাইরাসকে পরাজিত করা যাবে বলে আশা রাখছেন বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান ড.তেদরোস আধানোম গেব্রেয়াসুস। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে তিনি বলেন, আমরা যদি টিকা বৈষম্যের অবসান ঘটাতেন পারি তাহলে আমরা মহামারি শেষ করতে পারবো।
এছাড়াও তিনি সংকীর্ণ জাতীয়তাবাদ ও ভ্যাকসিন মজুদ করা নিয়ে সতর্ক করেছেন।
মহামারি করোনা ভাইরাস সংক্রমণের প্রায় দুই বছর পর এই প্রথম ড. তেদরোস এমন আশাবাদ ব্যক্ত করলেন।