বগুড়া আদমদিঘীতে আ’লীগ নেতার বিরুদ্ধে সিনিয়র শিক্ষককে লাঞ্চিত ও মারধরের অভিযোগ।
হুমায়ূন আহমেদ
স্টাফ রিপোর্টারঃ আদমদিঘী বগুড়া।
বগুড়ার আদমদীঘিতে আজাহার আলী নামের এক সিনিয়র শিক্ষককে লাঞ্চিত ও মারধরের অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতার ওপর। ইতোমধ্যে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। রোববার বেলা ১১টায় আদমদীঘি উপজেলার বিনাহালি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। উপজেলার নসরতপুর ইউনিয়নের বিনাহালি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, রোববার বেলা ১১ টায় অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও আওয়ামীলীগ নেতা মকলেছার রহমান তার কক্ষে প্রবেশ করে। এরপর ম্যানেজিং কমিটি গঠন নিয়ে নানা ভাবে কথাবার্তা চলাকালে কিছুটা হৈচৈ হয়। এসময় বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আজাহার আলী, সহকারি প্রধান শিক্ষীকা ফরিদা বেগম, সহকারি শিক্ষক হাবিবুল আলম, অভিভাবক আব্দুর রাজ্জাকসহ কয়েকজন শিক্ষক মিলে প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে হৈচৈ না করার জন্য আওয়ামীলীগ নেতা মোকলেছার রহমানকে থামানো চেষ্টা করে। এসময় মোকলেছার রহমান ক্ষিপ্ত হয়ে সিনিয়র সহকারি শিক্ষক আজাহার আলীকে লাঞ্চিত ধাক্কা, কিলঘুষি ও চড়থাপ্পর মেরে আহত করেন।
লাঞ্চিতের শিকার সিনিয়র শিক্ষক আজাহার আলী বলেন, আওয়ামীলীগ নেতা মোকলেছার রহমান অযথা তাকে লঞ্চিত ও প্রহৃত করেন।আওয়ামীলীগ নেতা মোকলেছার রহমান বলেন, তার সাথে দুব্যবহার করায় ওই শিক্ষককে ধাক্কা ও চড়থাপ্পর দিয়েছি। এ ঘটনায় শিক্ষককে লাঞ্চিতের প্রতিবাদে তৎক্ষনাত বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে আওয়ামীলীগ নেতা মকলেছার রহমানের বিচার দাবী করেন। আদমদিঘী থানার ওসি জালাল উদ্দীন জানিয়েছেন বিষয়টি তার জানা তবে এখনো কোন মামলা হয়নি।