রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক-১২
সারোয়ার জাহান বিপ্লবঃ রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে মোট ১২ জনকে আটক করা হয়েছে।
আজ সোমবার (৪ এপ্রিল) ২০২২ ইং তারিখে রাজশাহী জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ৩ জন, বাগমারা থানা ৪ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
যাদের মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ এনামুল হক মনি(৪৪) ও ২নং মোঃ মাসুদ রানা(৩০) কে ২২গ্রাম হেরোইনসহ আটক করে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।