নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের ফুলবাড়ীতে এক কিশোরীকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের সহযোগিতায় গতকাল শনিবার মধ্যরাতে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন শিবনগর ইউনিয়নের মো. আসিফ (১৯), মো. সাগর ইসলাম (২২) ও পৌর এলাকার মো. সোহাগ (২১)। রোববার দুপুরে তাদের দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টায় বাসুদেবপুর গ্রামের একটি স্কুলের পাশে নির্জন স্থানে কৌশলে ডেকে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে আসিফ। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে তারই সহপাঠী সাগর ও সোহাগ। পরে ভিডিওর বিষয়ে কাউকে বললে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার ও হত্যার হুমকি দেয় ওই কিশোরীকে।
এদিকে, দীর্ঘক্ষণ পর গ্রামের এক বাড়িতে মেয়েকে খুঁজে পায় ওই কিশোরীর বাবা। মেয়ের মুখে সব শুনে শিবনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নুরু ইসলামকে বিষয়টি জানায় তার পরিবার। এ সময় ইউপি সদস্য গ্রামের লোকজন নিয়ে কৌশলে ওই তরুণদের আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ইউপি সদস্য নুর ইসলাম নুরু বলেন, পরিবারের কাছে সব ঘটনা শুনে কৌশলে তাদের আটক করা হয়। পরে তারা মোবাইলে ভিডিও ধারণ ও ধর্ষণের কথা স্বীকার করলে পুলিশে খবর দেওয়া হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল তিনজনকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগীকে চিকিৎসার ব্যবস্থা করে। আটক তরুণদের কাছ থেকে ভিডিও চিত্র উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।