Saturday, August 13, 2022
spot_img
Homeময়মনসিংহ বিভাগফুলপুরে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে ফল ব্যবসায়ীর মৃত্যু

ফুলপুরে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে ফল ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ফুলপুরে অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ (৫৫) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের পাগলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ইউসুফ সাহরী খেতে পরিবারের সদস্যদের জন্য বাজার নিয়ে অটোরিকশায় বাশাটী গ্রামে তার নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় ফুলপুরগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশংকাজনক দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

ফুলপুর পৌরসভার পুরাতন ডাকবাংলা নিবাসী ফুলপুর বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী মরহুমের বড়ভাই শাহ্ জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ ছেলে রেখে গেছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

Recent Comments