সারোয়ার জাহান বিপ্লবঃ রাজশাহীতে আমবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর দামকুড়া উচ্চবিদ্যালয়ের পিছনের আমবাগানে মরদেহটি পড়ে ছিল। সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. বাবুল (৩০)।
তিনি কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকার টুলটুলিপাড়া গ্রামের তাহসান আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকালে দামকুড়া উচ্চবিদ্যালয় ভবনের পিছনে একটি আমবাগানে মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে ফোন দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
পরিবার ও এলাকাবাসীর বরাতে পুলিশ জানিয়েছে, বাবুল অনেক আগে থেকে ক্যান্সারে ভুগছিলেন। তিনি নিয়মিত নেশাও করতেন। নেশার কারণে স্ত্রী অনেক আগে তাকে ছেড়ে চলে গেছেন। বাবুলের ছেলে দশম শ্রেণীতে পড়ে।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশা করার কারণে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা হয়নি। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।