নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনববাবগঞ্জের নাচোল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ নারীসহ ১৪ জন গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার(২০ এপ্রিল) রাত থেকে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযানগুলো চালানো হয়। ১৪ জনের মধ্যে ৮ জনকে গ্রেপ্তারী পরোয়ানামূলে ও ৬ জনকে নিয়মিত মামলার আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু রহমান বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারদের বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।’
নিউজ রাজশাহী ২৪.