Tuesday, August 9, 2022
spot_img
Homeআন্তর্জাতিকআল-আকসা চত্বরে সংঘর্ষে ৩১ ফিলিস্তিনি আহত

আল-আকসা চত্বরে সংঘর্ষে ৩১ ফিলিস্তিনি আহত

অনলাইন ডেস্ক: ফের জেরুজালেমের আল-আকসা মসজিদের চত্বরে ফিলিস্তিনিদের সাথে ইহুদিবাদি ইসরায়েলি পুলিশের সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এতে অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে ৩১ ফিলিস্তিনি আহত হয়। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ১৪ ফিলিস্তিনিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধ করতে আরব লীগের আহ্বানের পরদিনই এ ঘটনা ঘটলো। গতকাল বৃহস্পতিবার জোটটি মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডের ভেতরে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান জানায়।
ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে এই ধরনের কর্মকাণ্ড মুসলিম অনুভূতির জন্য স্পষ্ট অপমান এবং এর ফলে ব্যাপক সংঘর্ষের সূত্রপাত হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে জোটটি।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

Recent Comments