অনলাইন ডেস্কঃ অভিনয়ের জন্য অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা গেছে সাবিলা নূরকে। এবার এক গায়কের নায়িকা হলেন এই নাট্যাভিনেত্রী। তবে তা নাটক সিনেমায় নয়, একটি গানের ভিডিওতে তিনি জনপ্রিয় গায়ক ইমরানের নায়িকা হয়েছেন। গানটির নাম ‘তুমি আমি’। এটি লিখেছেন কবির বকুল। গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন ইমরান ও লাবিবা। গানটির ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এটি ঈদের গান হিসেবে ২৩ এপ্রিল প্রকাশ হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে।
এ প্রসঙ্গে ইমরান বলেন, ঈদের জন্য এটা আমার সবচেয়ে বড় প্রজেক্ট। আমি মনে করি ঈদ উপহার হিসেবে ভক্তরা এমন কিছুই আশা করে আমাদের কাছে। জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলা নূরের প্রথম মিউজিক ভিডিও এটি। ভিডিওতে সহশিল্পী হিসেবে তাকে পেয়ে বেশ ভালো লাগছে। আশা করছি দর্শক-শ্রোতারা আমাদের রসায়নটা পছন্দ করছেন। কারণ গানটি রিলিজের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি।
সাবিলা নূর বলেন, অসংখ্য অফার এলেও আগে কখনো মিউজিক ভিডিওর মডেল হইনি। কিন্তু এ গানটি শুনে ভালো লাগল। আরও ভরসা পেলাম ভিডিওর গল্পটা শুনে। ভাবলাম এবার নতুন কিছু করা যেতেই পারে।