নিজস্ব প্রতিনিধিঃ নাটোরে গাঁজাসহ নায়েব আলী নাবালক মিয়া (৪৮) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার গোলদিঘি কৃষ্ণপুর এলাকার নাটোর-বগুড়া মহাসড়কের উপর থেকে ১৭ কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে র্যাব। আটক নাবালক মিয়া (৪৮) কুমিল্লা জেলার ব্রাহ্মণ পাড়া থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের জনৈক ফুল মিয়ার ছেলে।
র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার গোলদিঘি কৃষ্ণপুর এলাকার নাটোর-বগুড়া মহাসড়কের উপর অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সেখান থেকে ১৭ কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ নায়েব আলী নাবালক মিয়া (৪৮)কে আটক করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত নায়েব আলী নাবালক মিয়া জব্দকৃত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে যা সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলাবাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।
এ ঘটনায় নাটোর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
নিউজ রাজশাহী ২৪.