নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে ভাঙা হলো স্কুলে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রাচীর। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলার ভুগরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তৈরি করা প্রাচীর ভেঙে ফেলা হয়।
এ সময় পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার উপস্থিত ছিলেন। এর আগে রোববার স্কুল গেটে প্রাচীর নির্মাণ করেন ভুগরইল এলাকার জয়নাল এবং পলাশ নামের দুই ব্যক্তি। এরপর কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসে।
সরেজমিন দেখা গেছে, প্রাচীর ভাঙার পর শিক্ষার্থীরা অবাধে চলাফেরা করতে পারছেন স্কুলের ভেতরে। এর আগে সকালে জমির মালিক জয়নাল ও পলাশের উপস্থিতিতে এই প্রাচীরটি ভাঙা হয়।
এ ব্যাপারে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার জানান, জয়নাল ও পলাশ নামের যে দুইজন ব্যক্তি প্রাচীর নির্মাণ করেছিলেন, তাদের রোববার সেটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। এরপরই সোমবার সকালে সেটি ভেঙে ফেলা হয়। এখন শিক্ষক এবং শিক্ষার্থীরা স্কুলে অবাধে চলাফেরা করতে পারছেন।