Friday, June 9, 2023

বাগমারা উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে আসাদুজ্জামান আসাদ

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন আসাদুজ্জামান আসাদ। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার শারীরিকভাবে অসুস্থ। স্থানীয় সরকার বিভাগের অনুমতিক্রমে শারীরিক সু-চিকিৎসার জন্য ভারতে গমন করবেন অনিল কুমার সরকার।

অনিল কুমার সরকারের অনুপস্থিতিতে উপজেলা পরিষদের কার্যক্রম সচল রাখতে রোববার আনুষ্ঠানিক ভাবে প্যানেল চেয়ারম্যানের নিকট দায়িত্বভার প্রদান করা হয়। ২৫ সেপ্টম্বর ২০২২ তারিখ হতে আগামী ২৫ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত আসাদুজ্জামান আসাদ প্যানেল চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদের স্বাভাবিক দায়িত্ব পালন করবেন।

গত ৭ সেপ্টম্বর তারিখের এক স্মারকে এই আদেশ জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম স্বাক্ষতির এ সংক্রান্ত একটি অফিস আদেশে আসাদুজ্জামান আসাদকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়