Friday, September 22, 2023

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে প্রতিমা তৈরির কারিগর ও পূজা মন্ডপ কমিটির সাথে মতবিনিময়

নিউজ রাজশাহী ডেস্কঃ আজ রোববার ২৫ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর থানা এলাকায় সরেজমিনে পরিদর্শন করে প্রতিমা তৈরির কারিগর ও পূজা মন্ডপের সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। তিনি এ সময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে খোঁজ খবর নেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। থানার বিট অফিসাররা তাদের বিট এলাকার প্রতিটি পূজা মন্ডপের সংশ্লিষ্ট কমিটির সদস্য ও প্রতিমা তৈরির কারিগরদের সাথে যাতে সার্বক্ষণিক যোগাযোগ রাখে সে বিষয়ে পুলিশ সুপার অফিসার ইনচার্জদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কোন দুষ্কৃতিকারী অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে সর্তক থাকার নির্দেশনা দেন। পুলিশ সুপার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে তাদের স্বেচ্ছাসেবক টিমকে প্রস্তুত রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজার উৎসব উদযাপনের আহবান জানান।

:: মো: ইফতেখায়ের আলম,
অতিরিক্ত পুলিশ সুপার, রাজশাহী।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়