Friday, September 22, 2023

গাড়ি চালক এরশাদুল হকের পিতা তাসির উদ্দিনের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের গাড়ি চালক মোঃ এরশাদুল হকের পিতা ১৫নং ওয়ার্ডের আমবাগান নিবাসী মোঃ তাসির উদ্দিন আজ ৮ অক্টোবর শনিবার বেলা ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমের জানাযা নামাজ আজ বাদ এশা আমবাগান ফিশারী অফিস মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা নামাজ শেষে তাকে হেতেমখাঁ কবরস্থানে দাফন করা হবে।

মোঃ তাসির উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন মেয়র।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়