
নিউজ রাজশাহী ডেস্কঃ সাফ জয়ী বাংলাদেশের কৃতি বক্সার জনির মাতা এবং রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহানারা বেগম জনু (৫৯) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ রবিবার ৯ অক্টোবর এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, রোববার ভোর চারটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন জাহানারা বেগম জনু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।