Tuesday, May 30, 2023

রাসিক মেয়র লিটনের সুস্থ্যতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

নিউজ রাজশাহী ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সুস্থ্যতা কামনায় রওজাতুস সালেহিন হেতমখাঁ গোরস্থান মসজিদ মাদ্রাসায় সোয়ালাখ দোয়াইউনুস খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ০৯ অক্টোবর বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনীর মাতা আনোয়ারা সাত্তার ডলি এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণার জন্যেও দোয়া করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রওজাতুস সালেহিন হেতমখাঁ গোরস্থান মসজিদ মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন হাবীবী।

দোয়া মাহফিলে মসজিদের মুসল্লীগণ, রওজাতুস সালেহিন হেতমখাঁ গোরস্থান মসজিদ মাদ্রাসার মাদ্রাসার শিক্ষার্থীরা, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের ব্যক্তিগত সহকারী তানসেন ওয়াহিদ তাসকিন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, মাওলানা শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়