Sunday, September 24, 2023

এমপি বাদশার সাথে প্রবীণ হিতৈষী সংঘের মতিবিনিময় সভা

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহী-২ আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশার সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের রাজশাহী শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১টায় এমপির নিজ বাসভবনের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রবীণদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন তারা।

এমপি ফজলে হোসেন বাদশা জাতীয় সংসদের আগামী অধিবেশনে প্রবীণ নীতিমালার বিষয়ে উত্থাপন করবেন বলে জানান। এসময় উপস্থিত নেতৃবৃন্দ এমপি বাদশার এই প্রস্তাব অত্যন্ত সময়োপযোগী বলে তাকে ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের রাজশাহী শাখার সভাপতি ডা. ডি এম জহুরুল ইসলাম, সহ-সভাপতি লিয়াকত আলী, প্রদীপ মৃধা, সাধারণ সম্পাদক আলহা্জ রফিকুজ্জামান বেল্টু, কোষাধ্যক্ষ জহির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ওয়াজেদ আলী, নির্বাহী সদস্য এম শরীফ, আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রমুখ।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়