
নিউজ রাজশাহী ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সুস্থতা কামনায় রাজশাহী মহানগর যুব মহিলা লীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ অক্টোবর বাদ আসর মহানগরীর কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী মহানগর যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু সহ যুব মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।