Friday, June 2, 2023

আরএমপি ডিবির নিয়মিত অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

নিউজ রাজশাহী ডেস্কঃ আরএমপি ডিবি পুলিশেল অভিযানে ৯৭ লিটার চোলাই মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৪০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপি ডিবি পুলিশ। রোববার ১৬ অক্টোবর আরএমপি মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আরএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে আরএমপির বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে মাদকসহ তিনি জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার কৃতরা হলেন, ২৩৫ পিচ ইয়াবাসহ কাঁটাখালি জাগির পাড়া আরশাদ আলীর ছেলে আরিফুল ইসলাম, ৫০০ গ্রাম গাঁজাসহ বোয়ালিয়া কয়েরদাড়া এলাকার সোহেলের ছেলে আলামিন, ৪০ পিচ ইয়াবাসহ রাজপাড়া এলাকার বিপ্লবের ছেলে কুরবান আলী। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়