
নিউজ রাজশাহী ডেস্কঃ ৮ মাদক মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিপি বেগমকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে মতিহার থানা পুলিশ। রোববার ১৬ অক্টোবর দুপুর ১২ টার দিকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত লিপি বেগম ( ৪০) মতিহার বাজে কাজলা এলাকার মনসুর রহমানের মেয়ে।
মতিহার থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহীনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আমিনুর রহমান, এ এসআই শাওন আলী সহ টিম মতিহার বাজে কাজলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ মাদক মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গাঁজা বিক্রয়ের সময় এক কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেপ্তার করে। কুখ্যাত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।