Tuesday, June 6, 2023

পবায় গাঁজাসহ দুজন মাদক কারবারী গ্রেফতার

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহী মহানগরীর পবায় ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৬ অক্টেবর) বিকাল পোনে ৫টায় পবা থানার আলাই বিদিরপুর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী জেলার মোহনপুর থানার নন্দনহাট এলাকার মো: আফসার আলীর ছেলে মো: রবিন আলী (২১) ও একই এলাকার মো: অলি হোসেনের ছেলে মো: রায়হান আলী (২৩)।
সোমবার (১৭ অক্টাবর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় পবা থানার আলাই বিদিরপুর এলাকায় দুইজন মাদক কারবারী গাঁজা বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকেল পৌনে ৫টায় সেখানে অভিযান চালিয়ে রবিন ও রায়হানকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা মো: আব্দুস ছালাম এবং এসআই কাজী জাকারিয়া ও তার সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়