Saturday, June 10, 2023

রাজশাহীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

নিউজ রাজশাহী ডেস্কঃ আজ সোমবার ১৭ অক্টোবর, ২০২২, সকাল সাড়ে ১০ টায়, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (PRUS) রাজশাহীর উদ্যোগে সংস্থার ভাটাপাড়ার কার্যালয়ে সর্ব সাধারণের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো: আসাদুজ্জামান চৌধুরী রাসেল।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মো: তৌহিদুল আরিফ, সহকারী পুলিশ কমিশনার জনাব মো: নাজমুল হক, চাইল্ড সাইড ফাউন্ডেশন গ্লোবাল এর চক্ষু বিশেষজ্ঞ জনাব ডা: মোছা: নাজমীন নাহার ও মনিটরিং অফিসার জনাব মো: সিরাজুল হক, মোসা: শারমিন বেগম, সাধারণ সম্পাদক, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, রাজশাহী-সহ বিনামূল্যে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ও সংস্থার সদস্যবৃন্দ।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়