
নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহী জেলা পরিষদ সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বেসরকারী ভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। তিনি কাপ-পিরিচ প্রতীকে মোট ভোট পেয়েছেন ৫৯৮ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আক্তারুজ্জামান আক্তার মোটরসাইকেল প্রতীকে মোট ৫৬৬ টি ভোট পেয়েছেন।
সোমবার ১৭ অক্টোবর বিকাল ৪ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
জানা গেছে, গোদাগাড়ী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ভোট পেয়েছেন ৬৮ টি ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আখতারুজ্জামান আখতার পেয়েছেন ৭৪ ভোট, দুর্গাপুরে কাপ-পিরিচ পেয়েছেন ৫৫ ভোট, মোটরসাইকেল পেয়েছেন ৫১ ভোট, পুঠিয়ায় কাপ-পিরিচ পেয়েছেন ৪৫ ভোট, মোটরসাইকেল পেয়েছেন ৪৯ ভোট, তানোনে কাপ-পিরিচ পেয়েছেন ৭৩ ভোট, মোটরসাইকেল পেয়েছেন ৪৪ ভোট, চারঘাটে কাপ-পিরিচ পেয়েছেন ৪৮ ভোট, মোটরসাইকেল পেয়েছেন ৪২ ভোট, পবায় কাপ-পিরিচ পেয়েছেন ৮১ ভোট, মোটরসাইকেল পেয়েছেন ৮৮ ভোট, বাঘায় কাপ-পিরিচ পেয়েছেন ৭১ ভোট, মোটরসাইকেল পেয়েছেন ৪৯ ভোট, মোহনপুরে কাপ-পিরিচ পেয়েছেন ৪৮ ভোট, মোটরসাইকেল পেয়েছেন ৪৫ ভোট এবং বাগমারায় কাপ-পিরিচ পেয়েছেন ১১২ ভোট , মোটরসাইকেল পেয়েছেন ১২১ ভোট।
উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন।