
নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের ৪র্থ তলার ছাদ থেকে পড়ে শাহরিয়ার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
শিক্ষার্থীরা জানান, মৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। সন্ধ্যায় হলের ছাদ থেকে তিনি পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে প্রাঙ্গণে বিক্ষোভ করছেন নিহতের সহপাঠীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুরও করেছেন।