Monday, October 2, 2023
AdvertismentGoogle search engineGoogle search engine

ঢাকা-রাজশাহী রুটের বিনা টিকিটে ভ্রমণে ১৬৫ যাত্রীকে জরিমানা

নিউজ রাজশাহী ডেস্কঃ বিনা টিকিটে ভ্রমণের দায়ে ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস ট্রেনের ১৬৫ যাত্রীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার ২১ অক্টোবর ভোরে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।

অভিযান শেষে অসীম কুমার তালুকদার নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাত্রা শুরুর পর ট্রেনে প্রচুর ভিড় দেখা যায়। রাজশাহী আসার পথে শুক্রবার ভোরে তিনি বিনা টিকিটের যাত্রী ধরতে অভিযান শুরু করেন। এ সময় ট্রেনে ১৬৫ জন বিনা টিকিটের যাত্রী শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে জরিমানা ও টিকিটের মূল্য বাবদ ৫৭ হাজার ৭৪০ টাকা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, ট্রেনে ধূমপানের ব্যাপারেও অভিযান চালানো হয়েছে। বেশকিছু প্যাকেট সিগারেট জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়