
নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীতে গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৪২ জনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ২৫ অক্টোবর রাজশাহী জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা ১০ জন, পুঠিয়া থানা ৫ জন, চারঘাট মডেল থানা ৬ জন ও বাঘা থানা ১২ জনকে আটক করে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ২২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী থানা পুলিশ ১নং শ্রী উপেন হাঁসদা (৩৯) ও ২নং মোঃ আলমগীর হোসেন (৪৩) দ্বয়কে ২৫ লিটার চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ ১নং মঙ্গল মারর্ডি (৫২) কে ১৫০ লিটার চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং শ্রী রনজিত সিং (৩০) কে ৩৩০ লিটার চোলাইমদসহ আটক করে। ডিবি পুলিশ গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ লিটন মিয়া (২৪) ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।