Thursday, June 1, 2023

পবার নওহাটা সরকারি কলেজে নবীন ও বিদায় সংবর্ধনা

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীর পবার নওহাটা সরকারি কলেজে শিক্ষার্থী নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নওহাটা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুহীন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান (হাফিজ) উক্ত কলেজের প্রাক্তন অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান ও আব্দুল খালেক, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাউছার আলী, পবা থানা অফিসার্স ইনচার্জ ফরিদ হোসেন।

কলেজের প্রভাষক ফয়সাল কবিরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক তৈয়ব আলী, বক্তব্য রাখেন নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন, নওহাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক কামরুল হাসান, পৌর কাউন্সিলর দিদার হোসেন ভুলু, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন নওহাটা সরকারি কলেজের বিভিন্ন শাখার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়