Friday, June 2, 2023

দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী মিঠুকে নিয়ে শোডাউন

নিউজ রাজশাহী ডেস্কঃ আগামী ১৬ নভেম্বর দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইতিমধ্যে দলীয় প্রার্থী চুড়ান্ত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলীয় প্রার্থী হিসেবে প্রয়াত মেয়র তোফাজ্জল হোসেনের কনিষ্ঠ পুত্র সাজেদুর রহমান মিঠুকে মনোনয়ন দেয়া হয়েছে। মিঠু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা থেকে সড়কপথে এলাকায় ফিরেছেন মিঠু। বিকেল ৪টার দিকে শিবপুর বাজারে পৌছালে নেতাকর্মীদের ঢল নামে সাজেদুর রহমান মিঠুকে বরণ করে নিতে। এ সময় ফুলের মালা পরিয়ে মিঠুকে নিয়ে বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে দুর্গাপুর পৌছান নেতাকর্মীরা।

এলাকায় ফিরে প্রথমেই নেতাকর্মীদের সাথে নিয়ে পারিবারিক কবরস্থানে সায়িত প্রয়াত বাবা তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত করেন। পরে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সাথে সাক্ষাত করেন মিঠু।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে নির্বাচনী মাঠে থেকে সকল ধরনের সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানান মিঠু। এ সময় নেতাকর্মীরাও তাঁকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম এডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের পুত্র জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান পুট্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শরিফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক গোলাপ হোসেন, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রুস্তম আলী, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন, বজলুর রহমান বাবলু, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুস সাদাত নজুম, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, মাহাফুল ইসলাম লিটন, জুলফিকার আলী ভূট্টু, সোহেল রানা, আনসার আলী, সোলায়মান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান হৃদয়, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক শিমুল ইসলাম সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের শহস্রাধিক নেতাকর্মী।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়