Thursday, June 1, 2023

রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে প্রয়াত সাংবাদিক আবুল হোসেন মালেকের ৫ম মৃত্যুবার্ষিকী স্মরনে আলোচনা সভা

নিউজ রাজশাহী ডেস্কঃ দৈনিক সোনার দেশ পত্রিকার সাবেক সম্পাদক আবুৃল হোসেন মালেক রাজশাহীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনুকরনীয় ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে প্রয়াত এ সাংবাদিকের ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত সভায় তারা এ মন্তব্য করেন।

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ স্মরণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রেজাউল করিম রাজু, দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার সুব্রত দাস, জনেনতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, আতাউর রহমান স্মৃতি পরিষদ বোয়ালিয়া থানা আহবান সাংবাদিক সাগর নোমানী প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দিন প্রমূখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, রাজশাহীতে সুস্থ সাংবাদিকতাকে প্রতিষ্ঠিত করতে যে ক‘জন কাজ করেছেন, তাদের অন্যতম ছিলেন আবুৃল হোসেন মালেক। সাংবাদিকতার ক্রান্তিকালে সোনার দেশ পত্রিকাকে দৈনিকে রূপ দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখেন তিনি।

তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে সাংবাদিকদের। ঘটনার পেছনের ঘটনার বের করে নিয়ে আসা একজন সাংবাদিকের অনন্য বৈশিষ্ট। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে প্রয়াত আবুৃল হোসেন মালেক তরুণদের অনুকরণীয় ব্যক্তিত্ব। এদিন সভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্বাধীনতা বিরোধী চক্রকে প্রতিহত করার আহবানও জানানো হয়।

এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের জনসংযোগ দপ্তরের সাবেক কর্মকর্তা রেজাউল করিম, জনেনতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য সাজেদুল হক টিটু, জুবায়ের আলম রাজন, হারুনর রশীদ, সানোয়ার আরিফ, মাসুদ রানা, ফারজানা হক, সালাউদ্দিন আহমেদ সোহাগ, সাহিদ সনু, আরিফুল ইসলাম আরিফ, রাবু, রনি, বকুল ইসলাম, হাবিবা, জান্নাত, উম্মে নাজরিন, আরিফ ইসলাম, মো. সাকিবুল আল হাসানসহ আরো আরো অনেকে উপস্থিত ছিলেন।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়