22.1 C
Rajshahi
Wednesday, November 29, 2023
Advertismentspot_img

রাজশাহীতে ফিস্টুলা রোগ নির্মূলে সাংবাদিকদের সাথে ল্যাম্ব হাসপাতালের আলোচনা সভা

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীর তানোরে নারীদের ফিস্টুলা রোগ নির্মূলে সাংবাদিকদের সাথে ল্যাম্বের সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৩১ অক্টোবর) সোমবার সকাল ১১টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত (টিএইচও) শিশু বিশেষজ্ঞ ডা. মো. ফরিদ হোসেন।

এসময় ল্যাম্ব হাসপাতালের রাজশাহী জেলা সমন্বয়কারী রুহুল আমীনের সঞ্চালনায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ডা. তাহমিনা খাতুন (এফএরএরইআই) এছাড়াও মনিটরিং-কোডিনেটর ছিলেন সাদিয়া আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে, বিলম্বিত প্রসব, বাধাগ্রস্থ প্রসব, জরুরি প্রসূতি সেবার অভাব, তলপেট ও জরায়ুতে অপরেশন, অদক্ষ ধাত্রীসহ নানা কারণে নারীদের ফিস্টুলা রোগ হয়ে থাকে।

তবে, চর ও দূর্গমাঞ্চলে এ রোগ বেশি দেখা দেয়। নারীদের এমন রোগ নির্মূলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করতে হবে।

এজন্য হটলাইন ০১৭১৪-০৬৫৫১৪ নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে তানোর প্রেসক্লাবের ১৯ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়