
মোসাঃ আমেনা বেগম (২০) নামে এক সন্তানের জননী ১৮ মাসের একটি কন্যা সন্তান সহ রবিবার (৩০ শে অক্টবর) তালাইমারী মোড় (রাজশাহী সিটি কর্পোরেশন) থেকে আনুমানিক সকাল ১০ টার সময় নিখোঁজ হয়।
হারানোর সময় তার পরনে ছিলো নেভী-ব্লু রঙের বোরখা, একটি ভ্যানেটি ব্যাগ। মেয়েটির গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো, উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ ঠিকানাঃ
মোঃ বাবলু (স্বামী)
মোবাইল নাম্বারঃ ০১৩১৮০৩৬১২৬
ধরমপুর (পূর্বপাড়া), বিনোদপুর বাজার, মতিহার, রাজশাহী।