Friday, June 2, 2023

বিয়ে করলেন দুই নারী মডেল

আন্তর্জাতিক ডেস্কঃ জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিয়ে। খুবই স্বাভাবিক বিষয় এটি। বিয়ে বিমুখতাই অস্বাভাবিক। কিন্তু যদি শোনা যায় পুরুষ কোনো পুরুষকে বিয়ে করছেন কিংবা এক নারী অন্য নারীকে বিয়ে করছেন তবে বিষয়টি অস্বাভাবিকই মনে হয়। এবার এই অস্বাভাবিক ব্যাপারটিই ঘটালেন দুই নারী মডেল।

ম্যারিয়ানা ভারেলা ও ফ্যাবিওলা ভ্যালেন্টিন নামের সমকামী দুই নারী মডেল ২৮ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর তারা নিজেরাই দিয়েছেন। ইনস্টাগ্রামে বিয়ের ভিডিও প্রকাশ করেছেন তারা।

ভিডিওতে দেখা গেছে, সাদা পোশাকে বিয়ের সাজে সেজেছেন তারা। ক্যাপশনে লিখেছেন, ‘সম্পর্কটি গোপন রেখেছিলাম। আমাদের বিশেষ দিন ২৮ অক্টোবর ২০২২, সবাইকে তা জানিয়ে দিলাম।’ ২০২০ সালে ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ম্যারিয়ানা ও ফ্যাবিওলা। সেখানেই তাদের পরিচয় ও বন্ধুত্ব যা পরে প্রণয়ে রূপ নেয়।

ম্যারিয়ানা ভারেলা আর্জেন্টিনার নাগরিক। তিনি ২০১৯ সালে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন। ফ্যাবিওলা ভ্যালেন্টিনের বাড়ি পোয়ের্তো রিকো। ‘মিস পোয়ের্তো রিকো’ সুন্দরী প্রতিযোগিতায় সেরা তিনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়