23.2 C
New York
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

অগ্রণী ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ

নিউজ রাজশাহী ডেস্কঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ‘চীফ এক্সিকিউটিভ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ নভেম্বর।

পদের নাম : চীফ এক্সিকিউটিভ অফিসার, পদ সংখ্যা : ১টি, শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/ ব্যাংকিং/ অর্থনীতি/ একাউন্টিং/ মার্কেটিং/ ম্যানেজমেন্ট বিষয়ে ২য় শ্রেণীর (সমমানের সিজিপিএ) স্নাতক (সম্মান) সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিএ/ এফসিএ/ সিএমএ/ এফসিএমএ/ এমবিএ ডিগ্রি (শিক্ষা জীবনের কোন ক্ষেত্রেই তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়)

অভিজ্ঞতা : ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সক্রিয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা (তন্মধ্যে মার্চেন্ট ব্যাংকিং/ইনভেস্টমেন্ট ব্যাংকিং-এ ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে) ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক বা তদূর্ধ্ব পদে ন্যূনতম ২ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন : চুক্তিভিত্তিক, চুক্তির মেয়াদ : ২ বছর (সন্তোষজনক পারফরমেন্স অর্জন সাপেক্ষে পরবর্তীতে তা নবায়নযোগ্য হবে), প্রার্থীর ধরন : নারী-পুরুষ, বয়সসীমা : সর্বোচ্চ ৬১ বছর, অন্যান্য শর্তাবলী : রেগুলেটরি ফাইলিং ও সিকিউরিটিজ ল’ সহ ইস্যু ম্যানেজমেন্ট প্রক্রিয়া সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। পোর্টফলিও ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন নীতিমালা প্রস্তুত ও বাস্তবায়ন সংক্রান্ত বাস্তব ভিত্তিক কাজে দক্ষ হতে হবে ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডভাজোরি সার্ভিস সম্পর্কিত কাজ সম্পাদনে দক্ষতা থাকতে হবে। ব্যাংকিং ডিপ্লোমা উভয়পর্ব উত্তীর্ণসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে নিয়োগপ্রাপ্ত নির্বাহীর সুনির্দিষ্ট দায়িত্ব-কর্তব্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে।

কর্মস্থল : ঢাকা, বেতন : আলোচনা সাপেক্ষে। আবেদনের ঠিকানা: মহাব্যবস্থাপক, এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশনস ডিভিশন, অগ্রণী ব্যাংক, প্রধান কার্যালয়, ৯/ডি, দিলকুশা, মতিঝিল, ঢাকা।

আবেদনপত্র ও খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্র স্ক্যান করে সফট কপি gmadmin@agranibank.org এবং dgmhrd@agranibank.org ই-মেইলের মাধ্যমে অবশ্যই পাঠাতে হবে।

আবেদনের সময়সীমাঃ

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading