Sunday, March 26, 2023

দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ সেই রুয়েট ছাত্রীর মৃত্যু

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ হওয়া শিক্ষার্থী মৌমিতা সাহা মারা গেছেন। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন মৌমিতা সাহা।

এর আগে গত সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে রুয়েটের অস্থায়ী মন্দিরে দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ হন মৌমিতা। ওই দিন রাতেই মৌমিতাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করার নির্দেশ দেন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুয়েট ছাত্রকল্যাণের পরিচালক প্রফেসর ডা. মো. রবিউল আউয়াল ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাত পৌনে ৯টার দিকে আমরা এ বিষয়ে জানতে পেরেছি। তারও ৩০ মিনিট আগে তার মৃত্যু হয়। মেয়েটির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি রিপোর্ট দিলে বোঝা যাবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়