
নিউজ রাজশাহী ডেস্কঃ পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আজ বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
উক্ত অনুষ্ঠানে রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপপু, সাধারণ সম্পাদক সাবেক রেল সচিব মোঃ সেলিম রেজা, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক জহুরুল ইসলাম, বৃহত্তর পাবনা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ এর ছেলে মোস্তাক আহমেদ সুইট। অনুষ্ঠান পরিচালনা করেন ডিআইজি মোঃ মোজাম্মেল হক।