
নিউজ রাজশাহী ডেস্কঃ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকেই উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের ইউনিটগুলো ছাড়াও দেশের নানা জেলা ও উপজেলা যুবলীগের ইউনিটগুলোও সমাবেশে যোগ দিতে সকাল ৯ টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার প্রাঙ্গণে জড়ো হয়েছেন।
লাল, সাদা, হালকা সবুজ, কমলাসহ নানা রঙের টি শার্টে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা লিখে সমাবেশস্থলে এসেছেন হাজারো নেতাকর্মী। কারও মাথার লাল ক্যাপে লেখা ছিল- যুবলীগের শুভেচ্ছাবার্তা।