Friday, June 9, 2023

এমপি ট্রফি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইকবাল একাদশ

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীর পবার বিলনেপালপাড়ায় এমপি ট্রফি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বিলনেপালপাড়া চাষী রহিম বখ্শ একাডেমিতে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনালে ইকবাল একাদশ ৪-৩ গোলে বিলনেপালপাড়া চাষী ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে বিলনেপালপাড়া চাষী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন, পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, দর্শনপাড়া ইউপি’র চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সাব্বির, নওহাটা পৌর প্যানেল মেয়র-১ আজিজুল হক, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুল হাসান, প্রধান শিক্ষক রেজাউল হক, পবা উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল কারিম।

প্রভাষক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও শহীদ কামরুজ্জামান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম মাসুদের সার্বিক সহযোগিতায় এবং বিলনেপালপাড়া পল্লী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন সিদ্দিকীর ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন, দর্শনপাড়া ইউপি’র সদস্য তোফাজ্জল হোসেন ও রেজাউল করিম, আব্দুর রশিদ, ইউনুছ আলী, আব্দুস সালাম, গোলাম মুর্তুজা, শামসুল হক, আশরাফ আলী, হায়দার আলী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়