22.1 C
Rajshahi
Wednesday, November 29, 2023
Advertismentspot_img

বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীর বাঘায় বাক (মোড়) ঘুরতে গিয়ে কুকুরের সাথে মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে গার্মেন্টস কর্মী আলিফ হোসেন (১৮) নিহত হয়েছে। আহত হয়েছে তার সমবয়সী হৃদয় হোসেন ও আরিফুল ইসলাম। গুরুতর আহত হৃদয় হোসেনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত অলিফ হোসেন বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে। আহত ২জন- একই উপজেলার মহদিপুর গ্রামের জামাল হোসেনের ছেলে হৃদয় হোসেন ও হারান প্রামানিকের ছেলে আরিফুল ইসলাম । শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলারর আটঘরি মোড়ে দৃর্ঘটনা ঘটে। একই মোটরসাইকেলে তারা বাঘা উপজেলা নির্বাচন অফিসে কাজ শেষে বাড়ি ফিরছিল।

স্থানীয় আশাদুজ্জামান জানান, মোড় ঘুরার সময় কুকুরের সাথে ধাক্কা লেগে তারা ৩জন মোটরসাকেল থেকে পড়ে যায়। তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পর আলিফ হোসেনকে মৃত ঘোষনা করেন সেখানকার চিৎিসকক ডাঃ রাকিবুল হাসান। আহত অপর ২ জনের মধ্যে হৃদয় হোসেনকে রামেক হাসপাতালে পাপানো হয়েছে। আরিফুল ইসলাম চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। নিহতের পিতা জানান,শুক্রবার রাতে ঢাকা থেকে বাড়িতে এসেছিল আলিফ হোসেন।

অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, বিষয়টি নিশ্চিত করে বলেন, কুকুরের সাথে ধাক্কা লেগে মারা যাওয়ার কারণে নিহত আলিফ হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তরিত করা হয়েছে।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়