
নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহী মহানগরের বাংলাদেশ তাঁতী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়াই জাতীয় নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের হেনা’র সমাধীতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছে নেতা কর্মীরা।
রাজশাহী মহানগরের মহানগর তাঁতী লীগের উদ্যোগে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ১১ টায় কাদিরগঞ্জস্থ জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি মাহ্ফুজুল আলম লোটন, বাংলাদেশ তাঁতী লীগ রাজশাহী মহানগরের সভাপতি আনিসুর রহমান আনার ও সাধারণ সম্পাদক মোকশেদ উল আলম সুমনসহ মহানগর তাঁতী লীগের পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দরা।