Friday, September 22, 2023

আরএমপিতে মোবিলাইজেশন কন্টিনজেন্টের ৩দিন ব্যাপী বার্ষিক প্রশিক্ষণের উদ্বোধন

নিউজ রাজশাহী ডেস্কঃ আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মহানগরীর মোল্লাপাড়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ লাইন্স-এ আরএমপি’র মোবিলাইজেশন কন্টিনজেন্টের ৩দিন ব্যাপী বার্ষিক প্রশিক্ষণ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক।

প্যারেডের মাধ্যমে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। আরএমপি মোবিলাইজেশন কন্টিনজেন্টের সদস্যরা পুলিশ কমিশনারকে সালাম জানান।

এসময় পুলিশ কমিশনার বলেন, দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। পুলিশের দৈনন্দিন কার্যাবলী সুষ্ঠভাবে পরিচালনা করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও তিনি আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা বিধান, অপরাধ প্রতিরোধ ও দমনে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্ব পালন-সহ জনসাধারণের সাথে পেশাদারিত্বমূলক আচরণ করতে সকলের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়