Tuesday, June 6, 2023

প্রতারণা মামলায় রাবির ২ শিক্ষার্থী রিমান্ডে

রাবি প্রতিনিধিঃ ইমো হ্যাক করে বিকাশে অর্থ আদায়ের প্রতারণা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার তাদের আদালতের হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাদের এক দিনের রিমান্ড মুঞ্জুর করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার তৌহিদুল ইসলাম।

তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিব খান ও রেজওয়ান আহমেদ। তারা চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। এদের মধ্যে সাকিবের বাড়ি নাটোরে আর রেজোয়ানের বাড়ি যশোরে।

তৌহিদুল ইসলাম জানান, ‘ওই দুই শিক্ষার্থীকে সোমবার ঢাকার একটি আদালতে হাজির করা হয়। আদালত তাদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রতারণা সংক্রান্ত একটি মামলায় ডিএমপির সিটিটিসি বিভাগের একদল পুলিশ গত রোববার রাজশাহী থেকে তাদের গ্রেপ্তার করে। ইমো হ্যাক করে অর্থ আদায়ের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

রেজওয়ানের ভাই মেরাজুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে যশোরের বাড়ি থেকে রেজওয়ান রাজশাহী যান। রোববার সকালে আমার ভাই ও শাকিবকে ছয়জনের একটি দল নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে নিয়ে যায়। কেন তারা তাদের নিয়ে যায় সে বিষয়ে কিছু জানায়নি।’

এ প্রসঙ্গে রাবি প্রক্টর আসাবুল হক সাংবাদিকদের বলেন, ‘ঢাকার আইন প্রয়োগকারী সংস্থার একটি দল বিকাশ জালিয়াতির মামলার তদন্ত করতে গিয়ে তাদের আটক করে ঢাকায় নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।’

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়