30 C
Rajshahi
Tuesday, November 28, 2023
Advertismentspot_img

রাজশাহীতে ১০৭ গ্রাম হেরোইন বহনের দায়ে যাবজ্জীবন সাজা

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীতে ১০৭ গ্রাম হেরোইন বহনের দায়ে সুলতান আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাপ দমন ট্রাইবুনাল। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে আদালতে বিচারক জিয়া উদ্দিন মাহমুদ এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত সুলতানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুর গ্রামে। সে ওই গ্রামের বাইদুল হকের ছেলে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু জানান, ২০১৪ সালের ৮ ডিসেম্বর রাজশাহীর গোড়াদাড়ী উপজেলার কদম শহর এলাকা থেকে ১০৭ গ্রাম হেরোইনসহ সুলতান আলীকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ওই ঘটনায় দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হয়। বিচারক জিয়া উদ্দিন মাহমুদ আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

- Advertisment -spot_img

সর্বাধিক জনপ্রিয়