Tuesday, May 30, 2023

রাজশাহীতে বিএনপির কর্মীসভা স্থল হতে ককটেল উদ্ধার

নিউজ রাজশাহী ডেস্কঃ রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউপির বসন্তকেদার কলেজ মাঠ থেকে ককটেলসহ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে বিএনপির নেতাদের কর্মীসভা স্থল থেকে ৪ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে মৌগাছিতে বিএনপির শতার্ধিত নেতাকর্মীরা কর্মীসভা শেষে রাত সোয়া ১০ টার দিকে বসন্তকেদার কলেজ মাঠে হটাৎ তারা ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়াতে থাকে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে মোহনপুর থানা পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যায়। সেখানে ৪ টি অবিস্ফোরিত ককটেলসহ কয়েক ধরনের বিস্ফোরণ তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ সদস্যরা।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, এ ঘটনার সাথে জড়িতদের মধ্যে বিএনপির ৭ নেতাকর্মী পরিচয় জানতে পেরেছি। বাকিদের খোঁজে তদন্ত চলমান আছে, দ্রুত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়