
নিউজ রাজশাহী ডেস্কঃ শিক্ষা নগরী রাজশাহীর সঙ্গে যুগান্তকারী মেলবন্ধন তৈরি হলো পর্যটন নগরী কক্সবাজারের। রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি চালু হয়েছে নভোএয়ার-এর ফ্লাইট। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় রাজশাহী শাহমখদুম বিমান বন্দর ভিআইপি লাউঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: মফিজুর রহমান।