Friday, June 2, 2023

নাটোরে বাস-মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

নিউজ রাজশাহী ডেস্কঃ নাটোরের লালপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটর সাইকেলের আরোহীর একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে উপজেলার দেবরপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহতরা সম্পর্কে বাবা, ছেলে ও নাতি।

নিহতরা হলেন, উপজেলার বিরপাড়া গ্রামের নুর মহম্মদের ছেলে শহিদুল ইসলাম, শহিদুল ইসলামের ছেলে সোহাগ হোসেন ও সোহাগ হোসেনের ৪ বছর বয়সী শিশু সন্তান ইভান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান ও স্থানীয়রা জানান, পারিবারিক কাজের জন্য মোটর সাইকেল চালিয়ে লালপুর থেকে গোপালপুর বাজারে যাচ্ছিলেন। পথে দেবর পাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা জি এম ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে সোহাগ হোসেন ও তার শিশু সন্তান ইভান ঘটনাস্থলে মারা যায়।

এ সময় স্থানীয়রা ঘটনাটি দেখে পুলিশকে সংবাদ দেয় এবং আহত অবস্থায় শহিদুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বাসটি জব্দ করতে পারলেও কৌশলে বাসটি ফেলে রেখে পালিয়ে যায় বাসের চালক ও তার সহযোগী।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়