Wednesday, March 29, 2023

মোহনপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ রাজশাহী ডেস্কঃ আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করার উদ্দেশ্যে মোহনপুরে প্রস্তুতি সভা করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে মোহনপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা করা হয়।

উপজেলার ৫ নং বাকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমান, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, মোহনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় তারা বলেন, রাজশাহীর সমাবেশ হবে ৯ম সমাবেশ, এরপর ঢাকায় হবে ১০ম সমাবেশ। এর আগে বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ৮ম সমাবেশ আমরা সফল করেছি। সেই সমাবেশের আগে যেমন যানবাহন ধর্মঘট ডেকে আমাদের সমাবেশ বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে, তেমনি উত্তর বঙ্গের মধ্যে বৃহৎ রাজশাহীর বিভাগীয় সমাবেশের আগে ধর্মঘট ডাকা হয়েছে। রাজশাহীতে সমাবেশের আগেই নেতাকর্মীদের নগরীতে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে, সেখানে থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়