Friday, September 22, 2023

নওগাঁ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন

নিউজ রাজশাহী ডেস্কঃ রবিবার ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নওযোয়ান মাঠে কাউন্সিল মঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দল মালেক, সাধারন সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ও ছলিম উদ্দিন তরফদার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ডিজিটাল আর্কাইভ বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম এ হান্নান, কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নাসিম আহম্মেদ নাসিম এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ্যাড. ওমর ফারুক সুমন বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন, আসন্ন কাউন্সিল কোন মাদক ব্যবসায়ী, মাদকসেবী, অসামাজিক কার্ক্রমের জড়িত কেউ যাতে আগামী কমিটিতে নেতৃত্বে স্থান না পায় সেদিকে কঠোর নজরদারি রাখা হবে। কোন হাইব্রীড নেতারাও যাতে কমিটিতে আসতে না পারে সে বিষয়েও লক্ষ্য রাখা হচ্ছে।

তারা বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গঠনমুলক ভুমিকা রাখতে পারবে এমন গ্রহণযোগ্য নেতৃত্ব বাছাই করতে হবে সম্মলনের মধ্য দিয়ে। বর্তমান সরকারের অভাবনীয় উন্নয়নের কার্যক্রম সাধারন মানুষের মাধ্যমে ছড়িয়ে দিয়ে সরকারের ভাবমৃর্তি তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

রাজশাহী বিভাগ

Leave a Reply

সর্বশেষ খবর

সর্বাধিক জনপ্রিয়