Friday, June 2, 2023

মহাদেবপুর সুতিহাট সড়কে ভটভটির চাপায় মোটরসাইকেল চালকের মৃৃত্যু

নিউজ রাজশাহী ডেস্কঃ নওগাঁর মহাদেবপুরে ভটভটির চাপায় মুমিনুল ইসলাম সুইট (২৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

রোববার (২০ নভেম্বর) সকালে উপজেলার মহাদেবপুর-সতিহাট সড়কের দোহালী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত মুমিনুল ইসলাম সুইট রাজশাহীর শাহমখদুম থানার রায়পাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে মুমিনুল ইসলাম সুইট মোটরসাইকেল যোগে সতিহাটের দিক থেকে মহাদেবপুরের দিকে আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে মহাদেবপুর থেকে সতিহাটগামী মহিষ বহনকারী একটি ভটভটির সাথে ধাক্কা লেগে ভটভটির নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, আজ সকালে ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়