Saturday, June 10, 2023

নাটোরে গাড়ির ধাক্কায় যুবক নিহত

নিউজ রাজশাহী ডেস্কঃ নাটোরের লালপুরে অটোচার্জার ভ্যানের সাথে মহিষের গাড়ির ধাক্কায় মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার ভুইয়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার চংধুপইল ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপালপুর পৌরসভা হাট থেকে অটো চার্জারে বাড়ি ফেরার পথে লালপুর-বনপাড়া আঞ্চলিক সড়কের গোপালপুর পৌরসভার ভুইয়াপাড়া নামক স্থানে মহিষের গাড়ির সাথে ধাক্কায় মো. সাদ্দাম হোসেন রাস্তায় পড়ে যান। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রেদওয়ানুল হক রাজু বলেন, নিহত ব্যক্তি গাড়ির ধাক্কায় বুকে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। হাসপাতালে নেওয়ার আগেই শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা যান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এই ঘটনায় কেউ অভিযোগ করেনি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়